তিনবছর পর তন্ময়ের সাথে ঠিক এভাবে দেখা হবে ভাবিনি।প্রচন্ড চমকে গিয়েছিলাম আমি।ওকে প্রথম দেখি কোচিং ক্লাসে,সবে এসএসসি দেব তখন।
আমাদের স্কুলে একজন নামকরা ম্যাথ টিচার ছিল যার কাছে আশেপাশের অনেক স্কুলের ছেলেমেয়েরা পড়তে আসত।তন্ময় ছিল আমাদের স্কুলের কম্পিটিটর বয়েজ স্কুলের টপার।
ভালো ছাত্র বলে স্যারের মুখে ওর নাম আগেই শুনেছিলাম সত্যি বলতে স্যারের কাছে বারবার ওর মতো হবার উপদেশ শুনতে শুনতে একরকম বিরক্তই ছিলাম ওর ওপর।
পরীক্ষা তখন বেশ কাছে,একদিন স্যার ঘোষনা দিলেন যে তিনি তার কোচিং এর সব স্টুডেন্টের একটা ক্লাসটেস্ট নেবেন আর তার মধ্যে সেরা বিশজনকে নিয়ে স্পেশাল ব্যাচ বানানো হবে।
আমাদের স্কুলে একজন নামকরা ম্যাথ টিচার ছিল যার কাছে আশেপাশের অনেক স্কুলের ছেলেমেয়েরা পড়তে আসত।তন্ময় ছিল আমাদের স্কুলের কম্পিটিটর বয়েজ স্কুলের টপার।
ভালো ছাত্র বলে স্যারের মুখে ওর নাম আগেই শুনেছিলাম সত্যি বলতে স্যারের কাছে বারবার ওর মতো হবার উপদেশ শুনতে শুনতে একরকম বিরক্তই ছিলাম ওর ওপর।
পরীক্ষা তখন বেশ কাছে,একদিন স্যার ঘোষনা দিলেন যে তিনি তার কোচিং এর সব স্টুডেন্টের একটা ক্লাসটেস্ট নেবেন আর তার মধ্যে সেরা বিশজনকে নিয়ে স্পেশাল ব্যাচ বানানো হবে।