Saturday, May 31, 2014

অতঃপর বৃষ্টিদিন.. (প্রথম পর্ব)

তিনবছর পর তন্ময়ের সাথে ঠিক এভাবে দেখা হবে ভাবিনি।প্রচন্ড চমকে গিয়েছিলাম আমি।ওকে প্রথম দেখি কোচিং ক্লাসে,সবে এসএসসি দেব তখন।
আমাদের স্কুলে একজন নামকরা ম্যাথ টিচার ছিল যার কাছে আশেপাশের অনেক স্কুলের ছেলেমেয়েরা পড়তে আসত।তন্ময় ছিল আমাদের স্কুলের কম্পিটিটর বয়েজ স্কুলের টপার।
ভালো ছাত্র বলে স্যারের মুখে ওর নাম আগেই শুনেছিলাম সত্যি বলতে স্যারের কাছে বারবার ওর মতো হবার উপদেশ শুনতে শুনতে একরকম বিরক্তই ছিলাম ওর ওপর।
পরীক্ষা তখন বেশ কাছে,একদিন স্যার ঘোষনা দিলেন যে তিনি তার কোচিং এর সব স্টুডেন্টের একটা ক্লাসটেস্ট নেবেন আর তার মধ্যে সেরা বিশজনকে নিয়ে স্পেশাল ব্যাচ বানানো হবে।

অতঃপর বৃষ্টিদিন.. (শেষ পর্ব)

এরপর শুরু হলো যুদ্ধ,নিজের সাথে।মন ও মস্তিষ্কের বৈপরত্বে ক্রমশ ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আমি সাথে সবার সামনে থাকার নিখুঁত অভিনয় করে যাওয়া।অনেকটাই গুটিয়ে গিয়েছিলাম নিজের মধ্যে। ফেসবুকেও বসা হতনা আগের মতো তাই তন্ময়ের সাথে যোগাযোগও কমে গিয়েছিল। তবে আমার এই পরিবর্তনে তন্ময়কে ফাঁকি দেয়া সহজ ছিলনা।ওই ঘটনার দুদিন পরের
এক সন্ধ্যায় ও ফোন দিয়ে বসল।ওর গলা শুনে এলোমেলো লাগছিল সবকিছু।
শক্ত হলাম।ক্লাস পরীক্ষা আরো শতশত অজুহাত দেখালাম আমার ব্যস্ততার।
কঠিন সুরে বোঝালাম যেন আমাকে আর ফোন না দেয় তাতে আমার পড়াশোনার ক্ষতি হবে।জানি আমার সেদিনের ব্যবহারে অনেক অবাক হয়েছিল ও কিন্তু আমার তো এমন করতেই হতো। আমাকে আমার ভুল তো শোধরাতেই হতো।এভাবে চলে গেল সপ্তাহখানেক।নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলাম আমি তখনও কিন্তু সেই ব্যর্থ চেষ্টাকে আরো ব্যর্থ করে দিতেই মনে হয় খবর পেলাম বড়আপুর বিয়ে ঠিক হয়েছে।