Saturday, October 5, 2013

রোজ সকালে পড়ছে মনে এ কথাটা কেমনে বলি।









চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
কথাটা কেমনে বলি


বালিশ চাদর
এপাশ ওপাশ
একটু খানি গড়িয়ে নেওয়া
আলতো ঘুমে
দুঃখটাকে
ক্ষানিক সুখের প্রলেপ দেওয়া

মাঝ দুপুরে হঠাৎ সে দিন
আচমকা সব পড়ল মনে
ব্যস্ত শহর ভীড় জমালো
তাক বুঝে ঠিক ফেলল কোণে

রেতের বেলা একলা এখন
জিরচ্ছে সব শহরতলী
চোখ দুটো সব পরছে মনে
কথাটা কেমনে বলি



অ্যালবাম-চাইনা ভাবিস
অর্ণব

No comments:

Post a Comment